In Short

Economics

মুদ্রাস্ফীতি বা Inflation

সাধারণত মুদ্রাস্ফীতি বলতে এমন একটি অবস্থাকে বুঝায় যখন দ্রব্যমূল্য অস্বাভাবিকভাবে বেড়ে যায় এবং অর্থের মূল্য ক্রমাগতভাবে হ্রাস পেতে থাকে । অর্থনীতির ভাষায় মুদ্রাস্ফীতি বলতে বুঝায়, অর্থের চাহিদার তুলনায় যদি যোগান বেড়ে যায় বা বাণিজ্যিক ব্যাংকগুলো যদি ঋণের প্রসার ঘটায় কিংবা শ্রমিক সংঘ যদি উচ্চ মজুরি দাবি করে, এই পরিস্থিতিতে যে অবস্থার সৃষ্টি হয় তাকে মুদ্রাস্ফীতি বলে। সাধারণ অর্থে কোন নির্দিষ্ট সময়ের ব্যবধানে কোন পণ্য বা সেবার দাম টাকার অঙ্কে বেড়ে গেলে তাকে মুদ্রাস্ফীতি বলে।

Details