In Short

E-Commerce

হোয়াইট লেবেল ই কমার্স

হোয়াইট লেবেল ই-কমার্স, কে "রিসেলিং" হিসাবেও উল্লেখ করা হয়। এটি মূলত অন্য কোম্পানি বা ব্র্যান্ডের অধীনে থাকা পণ্য বা সার্ভিসকে বিক্রি করাকে বুঝায়। অর্থাৎ, হোয়াইট বা পাবলিক লেবেল ই-কমার্স হল একটি ব্যবসায়িক মডেল যেখানে একটি কোম্পানি একটি তৃতীয়-পক্ষ সাপ্লায়ার এর কাছ থেকে পূর্ব-তৈরি পন্য ব্যবহারের জন্য কিনে আনে এবং তারপর এই প্রোডাক্ট গুলোকে তাদের নিজস্ব উপায়ে রিব্র্যান্ড ও কাস্টমাইজ করে মার্কেটিং করে।

Details