
দ্যা পার্সোনাল এমবিএ (The Personal MBA)
জস কফম্যান এর এই বইটি এমনভাবে সাজানো হয়েছে যাতে করে একজন সাধারণ মানুষ ও এমবিএ নিয়ে একটি শক্তপোক্ত ধারণা লাভ করতে পারে। বিশ্ববিদ্যালয়ে প্রচলিত এমবিএ শিক্ষা ব্যবস্থাকে আরো সহজভাবে এই বইয়ে তুলে ধরা হয়েছে যাতে করে একজন এই বইটি পড়ে ব্যবসা জগতে খুব সহজেই এগিয়ে যেতে পারে। বইটি একজন ব্যক্তিকে ব্যবসা জগত এর জন্য একটি শক্ত ভিত্তি গড়ে দিবে এবং তার প্র্যাক্টিকাল লাইফকে আরো ইফেক্টিভ করে তুলবে।