প্রদেয় হিসাব (Accounts Payable)

1384

একটি প্রতিষ্ঠান তার সরবরাহকারীদের থেকে বাকিতে পণ্য বা সেবা গ্রহণ করে থাকলে মূল্য পরিশোধের পূর্ব পর্যন্ত প্রতিষ্ঠানটি তার সরবরাহকারীদেরকে প্রদেয় হিসাব নামে লিখিত রাখে। অর্থাৎ, প্রদেয় হিসাব বলতে পাওনাদারদের বোঝানো হয়। পাওনাদার হচ্ছেন প্রতিষ্ঠানের সেই সকল স্টেকহোল্ডার, যারা প্রতিষ্ঠানের থেকে টাকা পাবেন। প্রদেয় হিসাব একটি চলতি দায়, তাই আর্থিক অবস্থার বিবরণীতে একে স্বল্পমেয়াদী দায়ের ঘরে লিপিবদ্ধ করা হয়।

প্রদেয় হিসাবের যথাযথ ব্যবস্থাপনা খুব গুরুত্বপূর্ণ। কারণ, বেশি দেরিতে অর্থ পরিশোধ করলে পাওনাদারদের সাথে সম্পর্ক খারাপ হতে পারে ও সাপ্লাই চেইনে বিঘ্ন ঘটতে পারে।

Next to read