ব্যালেন্স শিট (Balance Sheet)
ব্যালেন্স শিট হচ্ছে একটি হিসাব খাতা যেখানে মধ্যে কোম্পানি তার কাছে কি পরিমাণ সম্পদ রয়েছে, তার কি পরিমান দেনা রয়েছে তার হিসাব লিখে থাকে। একটি ব্যালেন্স শিট একটি ব্যবসার একটি নির্দিষ্ট সময়ের কিরকম অবস্থা তার সম্পর্কে জানান দেয় যেটি আর্থিক বিবৃতি এবং নগদ প্রবাহ করে না। ব্যালেন্স শীট তিনটি অংশ নিয়ে গঠিত সম্পদ দায় এবং স্টক হোল্ডার ইকুইটি। ব্যালেন্স শিট এর মধ্যে সম্পদ সবসময় দায় এবং স্টকহোল্ডার ইকুইটির সমষ্টির সমান হবে।
একটি কোম্পানি যখন শেয়ার বিক্রি করে থাকে তখন তার শেয়ার হোল্ডাররা সেই কোম্পানি ব্যালেন্স শিট টি দেখে সিদ্ধান্ত নেয় তারা এই কোম্পানির শেয়ার কিনবেন নাকি কিনবেন না।