বাজেটিং (Budgeting)
বাজেটিং বলতে কোনো প্রতিষ্ঠান বা প্রজেক্টের একটি নির্দিষ্ট সময়ের ভেতর টার্গেটেড আয়-ব্যয় ও প্রয়োজনীয় মূলধনের পরিমাণ নির্ধারণকে বোঝায়। বাজেটিং-এর মাধ্যমে কোম্পানীগুলো রিসোর্স ডিস্ট্রিবিউট করে, ফাইন্যান্সিয়াল গোল সেট করে ও খরচের উপর নিয়ন্ত্রণ বজায় রাখে। সাধারণত বছরের শুরুতে বাজেটিং করা হয়।
এরপর বছরের শেষে গিয়ে আসলে বাজেট কতোটা মেইনটেইন করা সম্ভব হয়েছে তা মিলিয়ে দেখা হয়। এতে করে যেখানে যেখানে অ্যাডযাস্টমেন্ট প্রয়োজন, তা করার মাধ্যমে পরবর্তী বছরের বাজেটিং করা হয়।