নগদ সমমান (Cash Equivalents)

1221

নগদ সমমান বলতে এমন সব স্বল্পমেয়াদী বিনিয়োগকে বোঝায়, যেগুলোর তারল্য অনেক বেশি ও ঝুকিঁ সাধারণত কম, যেমন - ট্রেজারি বিল ও বাণিজ্যিক পত্র। এসব বিনিয়োগ সাধারণত খুব সহজে ও স্বল্প সময়ে নগদ অর্থে কনভার্ট করা যায়। তাই এগুলো ব্যবসায়ের জন্য নগদ অর্থের সহজ ব্যাকআপ হিসেবে কাজ করে। আবার এর মাধ্যমে প্রতিষ্ঠানের মূলধনের তারল্য বজায় রাখা সম্ভব হয়।

Next to read