নগদ সমমান (Cash Equivalents)
নগদ সমমান বলতে এমন সব স্বল্পমেয়াদী বিনিয়োগকে বোঝায়, যেগুলোর তারল্য অনেক বেশি ও ঝুকিঁ সাধারণত কম, যেমন - ট্রেজারি বিল ও বাণিজ্যিক পত্র। এসব বিনিয়োগ সাধারণত খুব সহজে ও স্বল্প সময়ে নগদ অর্থে কনভার্ট করা যায়। তাই এগুলো ব্যবসায়ের জন্য নগদ অর্থের সহজ ব্যাকআপ হিসেবে কাজ করে। আবার এর মাধ্যমে প্রতিষ্ঠানের মূলধনের তারল্য বজায় রাখা সম্ভব হয়।