অ্যাকাউন্টের তালিকা (Chart of Accounts)
অ্যাকাউন্টের তালিকা বলতে বিভিন্ন ক্যাটাগরি (যেমন - সম্পদ, দায়, আয়, ব্যয় ইত্যাদি) অনুযায়ী সাজানো প্রতিষ্ঠান কর্তৃক ব্যবহৃত বিভিন্ন আর্থিক হিসাবের স্ট্রাকচার্ড তালিকাকে বোঝায়। এর মাধ্যমে সহজেই ডেটা এন্ট্রি করা যায়, নির্ভুল রিপোর্ট তৈরি করা যায় ও সকল লেনদেনের সহজ ক্লাসিফিকেশন তৈরি করা যায়।