সমাপনী দাখিলা (Closing Entries)

1969

সমাপনী দাখিলা বলতে কোনো অ্যাকাউন্টিং পিরিয়ডের শেষে ব্যবহার করা জাবেদা দাখিলাগুলোকে বোঝানো হয়। সমাপনী দাখিলার মাধ্যমে হিসাবের সর্বশেষ ব্যালেন্সগুলোকে টেম্পোরারি হিসাব থেকে পার্মানেন্ট হিসাবে স্থানন্তর করা হয়। এর মাধ্যমে টেম্পোরারি অ্যাকাউন্টগুলোর ব্যালেন্স শূন্য করে দেয়া হয়, যাতে করে পরবর্তী বছরের লেনদেনগুলো এন্ট্রি করার কাজ শুরু করা যায়। এর মাধ্যমে এটা এনশিওর করা হয় যে, সকল আয়-ব্যয় সংক্রান্ত লেনদেনগুলো সঠিক হিসাব বছরে লিপিবদ্ধ করা হচ্ছে।

Next to read