স্বল্পমেয়াদী সম্পদ (Current Assets)
যেসব সম্পদ বা রিসোর্স সাধারণত সর্বোচ্চ এক বছর বা তার কম সময়ে নগদ অর্থে রুপান্তর করা যায়, সেগুলোকে স্বল্পমেয়াদী সম্পদ বলা হয়, যেমন - নগদ অর্থ, মজুদ পণ্য, প্রাপ্য হিসাব ইত্যাদি। যেকোনো প্রতিষ্ঠানের স্বল্পমেয়াদী মূলধনের প্রয়োজন মেটানোর কাজে স্বল্পমেয়াদী সম্পদ্গুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আবার এতে করে প্রতিষ্ঠানের স্বল্পমেয়াদী দায়গুলো মেটানোর সক্ষমতা সম্পর্কে ধারণা পাওয়া যায়।