ডেবিট (Debit)
ডেবিট হচ্ছে একটি অ্যাকাউন্টিং এন্ট্রি, যার মাধ্যমে সম্পদ ও ব্যয় বৃদ্ধি পায় অথবা দায়, মালিকানা স্বত্ব ও আয় হ্রাস পায়। ডেবিট হচ্ছে ডাবল-এন্ট্রি হিসাব ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ যা সাধারণত খতিয়ানের বাম পাশে লিপিবদ্ধ করা হয়। নির্ভুল অ্যাকাউন্টিং রিপোর্ট তৈরি করতে চাইলে ডেবিট ও ক্রেডিট এন্ট্রি সমপরিমাণ হতে হয়।