ঋণ (Debt)
কোনো প্রতিষ্ঠান কর্তৃক অন্য প্রতিষ্ঠান হতে ধার করা অর্থকে সাধারণত ঋণ হিসেবে অভিহিত করা হয়। প্রতিষ্ঠানের কোনো বড় খরচকে মেটাতে ও ব্যবসায় সম্প্রসারণের উদ্দেশ্যে মূলত ঋণ করা হয়ে থাকে। ঋণ স্বল্পমেয়াদী অথবা দীর্ঘমেয়াদী হতে পারে। যেকোনো প্রতিষ্ঠানের জন্য ঋণের যথাযথ ব্যবস্থাপনা বেশ গুরুত্বপূর্ণ, কারণ এতে করে আর্থিক ঝুকিঁ তৈরি হতে পারে। অপরদিকে, স্বল্প সুদের ও স্বল্প ঝুকিঁর ঋণের ব্যবস্থা করতে পারলে প্রতিষ্ঠানের প্রবৃদ্ধিতে সেই অর্থ ব্যয় করা যায়।