ঋণ মূলধণ (Debt Financing)
ঋণ মূলধণ (Debt Financing) বলতে প্রতিষ্ঠানের বাইরের উৎস, যেমন - ব্যাংক, বন্ডহোল্ডার ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান হতে ঋণ গ্রহণের মাধ্যমে কোম্পানীর অর্থায়ন করাকে বোঝায়। ঋণ মূলধন গ্রহণ করার মাধ্যমে কোম্পানী দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করে, বিভিন্ন প্রজেক্টে বিনিয়োগ করে ও ব্যবসায়ের সম্প্রসারণ করে।
উদাহরণস্বরুপ, কোম্পানীর নতুন ফ্যাক্টরিতে চালু করার জন্য যথেষ্ট মূলধন না থাকলে তারা ৫% সুদের বিনিময়ে ১০,০০,০০০ টাকার বন্ড ইস্যু করতে পারে।
এতে করে কোম্পানীর শেয়ারের পরিমাণ বৃদ্ধি না করেই তারা অর্থের জোগান ঘটাতে পারে ও কার্যক্রম পরিচালনা করতে পারে। তবে সহজেই ঋণের ব্যবস্থা হয়ে গেলেও এতে করে নিয়মিত আসল অর্থ পরিশোধ করার পাশাপাশি সুদ প্রদান করতে হয়, যা কোম্পানীর জন্য বারতি খরচ তৈরি করে। ঋণ মূলধনের যথাযথ ব্যবস্থাপনা না থাকলে প্রতিষ্ঠান আর্থিক ঝুকিঁতে পরে যায় এবং ঋণ পরিশোধ করতে না পেরে অনেক কোম্পানীই দেউলিয়া হয়ে যায়।