বিলম্বিত আয় (Deferred Income)

1247

বিলম্বিত আয়কে অনেক সময়ে অনার্জিত আয় হিসেবেও অভিহিত করা হয়। এর দ্বারা সেসব আয়কে বোঝানো হয়, যেখানে টাকা পাওয়া গিয়েছে, তবে পণ্য বা সেবা এখনো ডেলিভার করা হয়নি। প্রাথমিকভাবে বিলম্বিত আয় একটি দায় হিসেবে লিপিবদ্ধ করা হয়। পরবর্তীতে পণ্য বা সেবা ডেলিভার করার পর তা দায় থেকে কেটে আয় হিসেবে লিপিবদ্ধ করা হয়। আয়কে সঠিক হিসাব পিরিয়ডে লিপিবদ্ধ করতে চাইলে বিলম্বিত আয়ের যথাযথ ব্যবস্থাপনার কোনো বিকল্প নেই।

Next to read