হ্রাসমান প্রান্তিক ফল (Diminishing Returns)
হ্রাসমান প্রান্তিক ফল বা Diminishing Returns হলো একটি অর্থনৈতিক ধারণা। যেখানে বলা হয়ে থাকে যে, কোনো একক উৎপাদন উপাদান বাড়িয়ে যাওয়ার ফলে, শুরুর দিকে উৎপাদন বাড়লেও এক পর্যায়ে উৎপাদন বৃদ্ধির হার কমতে থাকে।
উদাহরণস্বরূপ, একটি কারখানায় যদি শ্রমিক সংখ্যা বাড়ানো হয়, তাহলে শুরুতে উৎপাদন বাড়লেও এক পর্যায়ে অতিরিক্ত শ্রমিকের কারণে উৎপাদন বাড়ার হার কমে যাবে। অর্থাৎ, যখন উৎপাদনের জন্য একটি নির্দিষ্ট উপাদান ক্রমাগত যোগ করা হয় কিন্তু অন্যান্য উপাদান অপরিবর্তিত থাকে (যেমনঃ কাঁচা মাল, স্থান ইত্যাদি), তখন অতিরিক্ত যোগকৃত ইউনিটগুলির প্রত্যেকটি থেকে পাওয়া আউটপুট ধীরে ধীরে কমে যেতে থাকে।