অর্থনীতি (Economics)
অর্থনীতি হলো সীমাবদ্ধ সম্পদের এবং আয় ও নিয়োগ নির্ধারণকারী বিষয়সমূহের প্রশাসনিক পর্যালোচনা। অর্থনীতি বা Economics শব্দটি গ্রিক শব্দ Oikonomia শব্দ থেকে এসেছে। বিভিন্ন অর্থনীতিবিদগন অর্থনীতির বিভিন্ন সংজ্ঞা দিয়েছেন। যেমন:- "অ্যাডাম স্মিথের মতে, অর্থনীতি হচ্ছে সম্পদের বিজ্ঞান অর্থাৎ অর্থনীতি সম্পদ সংগ্রহ এবং বন্টন সংক্রান্ত বিষয়সমূহ বিশ্লেষণ করে।" "অধ্যাপক মার্শালের মতে, অর্থনীতি মানবজীবনের সাধারণ কার্যাবলি নিয়ে পর্যালোচনা করে, এটি বিশ্লেষণ করে ব্যক্তি ও সমাজের কার্যাবলির সেই অংশ, যা কল্যাণের বস্তুগত প্রয়োজনের সাথে ঘনিষ্ঠভাবে জড়িত বিষয়ের ব্যবহার ও অর্জন প্রক্রিয়া।"