অর্থনীতি (Economics)

796

এক কথায় বললে, অর্থের সাথে সম্পৃক্ত ঘটনাকেই অর্থনীতি বলা হয়ে থাকে।

অর্থনীতি হল এমন একটি ব্যবস্থা যেখানে মানুষ পণ্য ও সেবা উৎপাদন, বাণিজ্য এবং ব্যবহার করে। এতে অন্তর্ভুক্ত থাকে কিভাবে মানুষ জিনিস তৈরি করে, কেনে এবং বিক্রি করে, পাশাপাশি কিভাবে অর্থ ব্যক্তি, ব্যবসা এবং সরকারের মধ্যে প্রবাহিত হয়। মূলত, অর্থনীতি হল একটি সমাজের সম্পদকে সংগঠিত করার পদ্ধতি যাতে মানুষের প্রয়োজনীয়তা এবং চাহিদা পূরণ করা যায়।

অর্থনীতি বা Economics শব্দটি গ্রিক শব্দ Oikonomia শব্দ থেকে এসেছে। বিভিন্ন অর্থনীতিবিদগন অর্থনীতির বিভিন্ন সংজ্ঞা দিয়েছেন। যেমন:- "অ্যাডাম স্মিথের মতে, অর্থনীতি হচ্ছে সম্পদের বিজ্ঞান অর্থাৎ অর্থনীতি সম্পদ সংগ্রহ এবং বন্টন সংক্রান্ত বিষয়সমূহ বিশ্লেষণ করে।" "অধ্যাপক মার্শালের মতে, অর্থনীতি মানবজীবনের সাধারণ কার্যাবলি নিয়ে পর্যালোচনা করে, এটি বিশ্লেষণ করে ব্যক্তি ও সমাজের কার্যাবলির সেই অংশ, যা কল্যাণের বস্তুগত প্রয়োজনের সাথে ঘনিষ্ঠভাবে জড়িত বিষয়ের ব্যবহার ও অর্জন প্রক্রিয়া।"

Next to read