স্থায়ী ব্যয় বা Fixed cost

1332

কোন ব্যবসায় প্রতিষ্ঠান শুরু করার সময় এককালীন যে ব্যয় হয় তাই স্থায়ী ব্যয় বা fixed cost। স্থায়ী ব্যয় পণ্যের উৎপাদনের সাথে সরাসরি সম্পর্কিত থাকে না তাই একে পরোক্ষ ব্যয়ও বলা হয়। কারখানা স্থাপন, জমি কেনা, মেশিন কেনা ইত্যাদি স্থায়ী ব্যয় এর উদাহরণ।

ব্যবসায়িক ব্যয় প্রধানত দুই ধরনের হয়—স্থায়ী ব্যয় এবং পরিবর্তনশীল ব্যয়, যা একত্রে মোট খরচ নির্ণয় করে। এই মোট খরচের উপর ভিত্তি করে কোম্পানির মূল্য, পণ্যের মূল্য, ব্রেক ইভেন পয়েন্ট ইত্যাদি নির্ধারণ করা হয়।

Next to read