ফোর ফ্ল্যভরস (Four Flavors)
অ্যাকাউন্টিং একটি ব্যবসা প্রতিষ্ঠান এর টাকা পয়সার সাথে জড়িৎ সকল হিসেব কে নিয়ন্ত্রণ করে এবং সেই প্রতিষ্ঠানকে ব্যবসার আপ টু ডেট ইনফরমেশন প্রোভাইড করে এবং ম্যানেজেরিয়াল ডিসিশন মেকিং এ সাহায্য করে। অ্যাকাউন্টিং এর ২ টি ফিল্ড রয়েছে। একটা ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং যেটি এক্সটারনাল ইস্যু নিয়ে হেল্প করে আর ব্যবসার লাভ ক্ষতি বের করতে সাহায্য করে। অন্যদিকে ম্যানেজেরিয়াল অ্যাকাউন্টিং সাহায্য করে ইন্টারনাল ম্যাটারে ভালো ডিসিশন নিতে। এর বাইরেও অ্যাকাউন্টিং এর ৪ টা আলাদা ফিল্ড রয়েছে যেখানে অ্যাকাউন্টিং মেথড গুলোর মেথড, পারপোজ ডিফারেন্ট থাকে।