৪% রুল
Last edited: December 4, 2024
৪% রুল একটি রিটায়ারম্যন্ট গাইডলাইন যেটি একটি চাকরিজীবী কে তার ব্যংকে কত টাকা থাকা উচিত রিটারামেন্ট পিরিয়ড কে সুন্দর ভাবে কাজে লাগাতে হয় সেটি নিয়ে সাহায্য করে। স্ট্রাকচারটি সাইন্টিফিক্যালী সাকসেস্ফুল এন্ড ইজি টু ইমপ্লিমেন্ট ইফ অ্যাপ্লাইড কনসিয়াসলি। ৪ স্টেপ আর সিম্পল ক্যালকুলেশন একটি বেসিক স্ট্রাকচার তৈরি করে যেটি আপনাকে আপনার কাস্টমাইজড রিটায়ারমেন্ট প্ল্যান তৈরি করে দিবে।
ব্যক্তিজীবনে ৬৫ বছর পর মোটামুটি সকলেই অবসরে যায়। অবসরে থাকা বাকি সময়টা সুন্দর ভাবে কাটানোর জন্য আপনার রিটায়ারমেন্টে যাওয়ার আগে সেভিংস কি পরিমাণে এবং কিভাবে জমা করেছেন এবং প্রতি বছর কত টাকা করে খরচ করবেন সেটা অনেক গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাড়ায়। আমাদের অনেকেই এই বিষয়ে কোন গুছানো স্ট্রাকচার ফলো করে না। যার কারণে অধিকাংশ মানুষদের এটা নিয়ে ভোগান্তিতে পড়তে হয়। বাইরের দেশে রিটারায়ারমেন্ট এর সময়টা গুছিয়ে রাখতেই একটা প্রিপ্ল্যানড স্ট্রাকচার ফলো করা হয় যেটি ৪% রুল নামে পরিচিত। ৪% রুল একটি প্রভেন স্ট্রাকচার যেটি আপনাকে গাইড করবে প্রতিবছর আপনার কত টুকু টাকা withdraw করা উচিত তার উপর।