ফিউচারস কন্ট্র্যাক্ট (Futures Contracts)
Last edited: December 18, 2024
ফিউচারস কন্ট্র্যাক্ট হচ্ছে একটি আর্থিক চুক্তি, যেখানে দুই পক্ষ একে অপরের থেকে কোনো সম্পদ বা দলিল ভবিষ্যতের নির্দিষ্ট কোনো তারিখে নির্দিষ্ট মূল্যে ক্রয় বা বিক্রয় করতে সম্মত হোন। এই কন্ট্র্যাক্ট মূলত কোনো কমোডিটি, মুদ্রা বা আর্থিক দলিলের ক্ষেত্রে ব্যবহৃত হয়। এই চুক্তির স্ট্যান্ডার্ড ফরম্যাট থাকে এবং স্টক এক্সচেঞ্জে এগুলো ট্রেড করা হয়। তাই বলা যায় যে এগুলো আইনগত ভিত্তি রয়েছে।
ট্রেডাররা ফিউচারস কন্ট্র্যাক্ট ব্যবহার করে স্পেকুলেশন করার কাজে, যেখানে তারা অ্যাসেটের মূল্যের স্বল্পমেয়াদী তারতম্যের সুবিধা নেয়ার চেষ্টা করে। আবার কোম্পানিগুলো নিজেদের ঝুকিঁ হ্রাস করার উদ্দেশ্য এই কন্ট্র্যাক্ট ব্যবহার করে থাকে। উদাহরণস্বরুপ, একজন কৃষক তার ফসল পূর্বনির্ধারিত মূল্যে বিক্রয় করার উদ্দেশ্যে একটি ফিউচারস কন্ট্র্যাক্ট করতে পারেন।
তবে মার্কেট যদি অনেক বেশি অস্থিতিশীল হয়ে পরে, তাহলে ফিউচারস কন্ট্র্যাক্ট আর কাজে আসে না। কারণ এর মাধ্যমে ট্রেডাররা শুধু একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত মূল্যের পার্থক্যের সুবিধা গ্রহণ করতে পারেন।