ইনডেক্স ফান্ড (Index Funds)

1458

ইনডেক্স ফান্ড হল মিউচুয়াল ফান্ড বা এক্সচেঞ্জ-ট্রেডেড ফান্ড (ETF)-এর একটি ধরণ, যা একটি নির্দিষ্ট মার্কেট ইনডেক্সের পারফরম্যান্স কপি করার চেষ্টা করে, যেমন S&P 500 বা Nasdaq 100। পৃথক স্টক নির্বাচন করার পরিবর্তে, ইনডেক্স ফান্ড ইনডেক্সটি প্যাসিভভাবে ট্র্যাক করে, একই স্টক একই অনুপাতে ধরে রাখে। যার ফলে ইনডেক্স ফান্ডে খরচ কম হয় এবং মেইনটেনেন্স করা লাগে খুবই কম।

উদাহরণস্বরূপ, যদি একজন বিনিয়োগকারী S&P 500 ইনডেক্স ফান্ডে শেয়ার ক্রয় করেন, তাহলে তারা ইনডেক্সের ৫০০টি কোম্পানির একটি ক্ষুদ্র অংশের মালিক হোন। ইনডেক্স ফান্ডের সাধারণত পরিচালনা ফি কম হয় এবং এটি বিনিয়োগকারীদের তাৎক্ষণিক ডাইভার্সিফিকেশন প্রদান করে। দীর্ঘসময় ধরে ইনডেক্স ফান্ডগুলো থেকে বেশ স্টেবল রিটার্ন পাওয়া গিয়েছে, তাই দীর্ঘমেয়াদী বিনিয়োগকারীদের অনেকেই ইনডেক্স ফান্ডগুলোতে বিনিয়োগ করে থাকেন।

Next to read