মিনিমাম ভায়েবল প্রোডাক্ট

972

গ্রাহকদের নির্দিষ্ট সমস্যা সমাধানের চিন্তা করে একটা পণ্য সঠিকভাবে বাজারজাত করতে আমাদের অনেক গবেষণার প্রয়োজন হয়। এই গবেষণা এবং উন্নয়নে আমাদের শ্রমের সাথে প্রচুর অর্থ ব্যয় করতে হয় অধিক শ্রম ও অর্থ খরচের এই ঝুঁকি এড়াতে সৃষ্টি হয়েছে এক নতুন ধরনের বিজনেস স্ট্র‍্যাটেজি যেখানে পণ্য প্রয়োজনীয় কিছু ফিচার দিয়ে বাজারজাত করা হয়। পরবর্তীতে গ্রাহকদের চাহিদা পর্যালোচনা করে ধীরে ধীরে এই পণ্যের উন্নয়ন করা হয় এবং নতুন নতুন উপাদান/ফিচার যুক্ত করা হয়। ব্যবসায়িক জগতে একে বলা হয় মিনিমাম ভায়েবল প্রোডাক্ট।

Next to read