ওভারড্রাফট প্রোটেকশন (Overdraft Protection)
ওভারড্রাফট প্রোটেকশন একটি সুবিধা যা ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান প্রদান করে, যার মাধ্যমে আপনার চেকিং অ্যাকাউন্টে পর্যাপ্ত তহবিল না থাকা সত্ত্বেও আপনি লেনদেন করতে পারবেন। অর্থাৎ, যখন আপনি আপনার অ্যাকাউন্টে থাকা অর্থের চেয়ে বেশি টাকা তুলেন বা ব্যয় করেন, তখন ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান আপনার অ্যাকাউন্টে সীমিত পরিমাণে অতিরিক্ত অর্থ যোগ করে, যার ফলে লেনদেন সফল হয়।