মোট জাতীয় উৎপাদন Gross National Product (GNP)

2598

GNP এর পূর্ণরূপ হল Gross National Product বা মোট জাতীয় উৎপাদন। একটি নির্দিষ্ট সময়ে কোন দেশের নাগরিকদের দ্বারা উৎপাদিত সকল পণ্যের আর্থিক মূল্যকে মোট জাতীয় উৎপাদন বলে।

GDP এবং GNP ব্যাপারটা আসলে একই। GNP তে শুধু দেশের বাহির থেকে আয়কে সংযুক্ত করা হয়। অর্থাৎ কোন পণ্য বা সেবার উৎপাদন দেশের ভেতরে বা বাহিরে যেখানেই হোক না কেন, দেশের নাগরিকদের দ্বারা উৎপাদিত হলেই তা GNP- বলে গণ্য করা হয়।

GNP নির্ণয়ের সূত্র:

  • GNP =  GDP  + Net Income from Abroad
  •  GDP  = C + I + G + (X – M)
  • C= Consumption (খরচ/ভোগ)
  • I= Investment (বিনিয়োগ) = (মোট ব্যক্তিগত বিনিয়োগ + সরকারি বিনিয়োগ )
  • G= Government Spending (সরকারী খরচ)
  • X - M= ( রপ্তানি - আমদানি )

Next to read