মোট মুনাফা (Gross profit) সংজ্ঞা, সূত্র এবং উদাহরণ

বিক্রয় থেকে বিক্রীত পণ্যের ব্যয় বিয়োগ করলে আমরা মোট মুনাফার পরিমাণ জানতে পারি। পণ্য বিক্রয় করে প্রতিষ্ঠানটি আদৌ লাভ করছে কি না তা জানতে মোট মুনাফা আমাদের সাহায্য করে। ব্যবসায়ের তিনটি মুনাফা সূচকের ভেতর প্রথম সূচকটি হচ্ছে “মোট মুনাফা”। সঠিকভাবে পরিচালিত হলে প্রতিষ্ঠান ভালো পরিমাণ মোট মুনাফা অর্জন করতে পারে, এতে করে নিট মুনাফার পরিমাণও বেশি হয়।
Key Points
- ব্যবসায়ের পণ্য ক্রয়-বিক্রয় কার্যক্রম থেকে যে প্রাথমিক মুনাফা অর্জিত হয়, তাকে মোট মুনাফা বলা হয়।
- মোট মুনাফা = বিক্রয় - বিক্রীত পণ্যের ব্যয়
- বিক্রীত পণ্যের ব্যয় - পণ্য বিক্রয়ের সাথে সম্পর্কিত ব্যয়গুলোকে বিক্রীত পণ্যের ব্যয়-এ অন্তর্ভুক্ত করা হয়। যেমন - পণ্য ক্রয়, পরিবহন ব্যয়, মজুরি ইত্যাদি।
- মোট মুনাফা যতো বেশি হবে, নিট মুনাফার পরিমাণও ততো বৃদ্ধি পাবে।
- মোট মুনাফা থেকে পরবর্তীতে আমরা পরিচালনা খরচ বাদ দিলে নিট মুনাফা পেয়ে যাই। নিট মুনাফা’ই হচ্ছে প্রতিষ্ঠানের ফাইনাল প্রফিট।
মোট মুনাফা (Gross profit)
একটি ব্যবসায় শুরু করা এবং পরিচালনা করার পেছনে মূল প্রয়োজন থাকে মুনাফা। কোনো ব্যবসা যদি মুনাফা করতে না পারে অথবা ক্ষতির সম্মুখীন হয় তবে সেটি টিকিয়ে রাখা হয়ে পড়ে কঠিন। অর্থাৎ, ব্যবসায়টি কি সফলতার মুখ দেখবা নাকি সময়ের অতল গহ্বরে হারিয়ে যাবে তা অনেকটাই নির্ভর করে ব্যবসায় থেকে আসা মুনাফার উপর। তাই ব্যবসায়ের মুনাফা ক্যালকুলেশন করার সময় সাবধানতা অবলম্বন করা অতীব জরুরি।
ব্যবসায়ের তিনটি মুনাফা সূচকের ভেতর প্রথম সূচকটি হচ্ছে “মোট মুনাফা”। ব্যবসায়ের মূল কার্যক্রম অর্থাৎ, পণ্য ক্রয় ও বিক্রয় কার্যক্রম থেকে আসলে কতো টাকা মুনাফা করা যাচ্ছে সেটিই মোট মুনাফা প্রকাশ করে। আজ আমরা মোট মুনাফা সম্পর্কে বিস্তারিত জানব এবং ক্যালকুলেশনের সঠিক পদ্ধতি শিখব।
মোট মুনাফা কী?
ব্যবসায়ের পণ্য ক্রয়-বিক্রয় কার্যক্রম থেকে যে প্রাথমিক মুনাফা অর্জিত হয়, তাকে মোট মুনাফা বলা হয়। অর্থাৎ, পণ্য বিক্রয় থেকে আসা মোট আয় থেকে বিক্রীত পণ্যের ব্যয় বিয়োগ করলে আমরা মোট মুনাফা পেয়ে যাই। মনে করুন, আপনি ৬০ টাকা দিয়ে একটি পণ্য ক্রয় করলেন এবং পণ্যটি পরিবহনের পেছনে আপনার ১০ টাকা খরচ হলো। তাহলে আপনার বিক্রীত পণ্যের ব্যয় হলো ৭০ টাকা। পরবর্তীতে আপনি উক্ত পণ্য ১০০ টাকায় বিক্রয় করলেন।
তাহলে পণ্য বিক্রয় থেকে আপনার লাভ হলো ৩০ টাকা। এটিই আপনার মোট মুনাফা।
মোট মুনাফা ক্যালকুলেট করবেন কিভাবে?
মোট মুনাফা = বিক্রয় - বিক্রীত পণ্যের ব্যয়
মোট মুনাফা ক্যালকুলেট করার ক্ষেত্রে আমাদের প্রধানত দুইটি উপাদান জানা থাকতে হয়।
১। বিক্রয় - পণ্য বিক্রয় করে আসা মোট অর্থই হচ্ছে বিক্রয়। তবে খেয়াল রাখবেন, বিক্রয় থেকে পণ্য ফেরত এবং অন্যান্য ডিস্কাউন্ট অবশ্যই বাদ দিয়ে নিবেন।
২। বিক্রীত পণ্যের ব্যয় - পণ্য বিক্রয়ের সাথে সম্পর্কিত ব্যয়গুলোকে বিক্রীত পণ্যের ব্যয়-এ অন্তর্ভুক্ত করা হয়। যেমন - পণ্য ক্রয়, পরিবহন ব্যয়, মজুরি ইত্যাদি।
একটি উদাহরণ দিয়ে বিষয়টি ক্লিয়ার হওয়া যাক।
মনে করুন, জুন মাসে আপনার মোট বিক্রয়ের পরিমাণ ৪,০০,০০০ টাকা। আপনার বিক্রীত পণ্যের ব্যয় (পণ্য ক্রয়, পরিবহন ব্যয়, মজুরি) হয়েছে ৩,২০,০০০ টাকা। তাহলে আপনার মোট মুনাফা হলো -
মোট মুনাফা = ৪,০০,০০০ - ৩,২০,০০০ = ৮০,০০০ টাকা।
অর্থাৎ, ৪,০০,০০০ টাকার পণ্য বিক্রয় করে আপনার মোট মুনাফা হলো ৮০,০০০ টাকা।
মোট মুনাফা এবং নিট মুনাফার মাঝে পার্থক্য কী?
বিক্রয় থেকে বিক্রীত পণ্যের ব্যয় বাদ দিলে আমরা মোট মুনাফা পাই এবং মোট মুনাফা থেকে ব্যবসা পরিচালনা বাবদ অন্যান্য খরচ বাদ দিলে আমরা পাই নিট মুনাফা। অর্থাৎ, মোট মুনাফার ক্ষেত্রে আমরা শুধু পণ্য বিক্রয়ের সাথে সম্পর্কিত খরচগুলো বাদ দিচ্ছি। তবে এটিই কিন্তু ফাইনাল প্রফিট নয়। মোট মুনাফা থেকে পরবর্তীতে আমরা পরিচালনা খরচ বাদ দিলে নিট মুনাফা পেয়ে যাই। নিট মুনাফা’ই হচ্ছে প্রতিষ্ঠানের ফাইনাল প্রফিট।
মোট মুনাফা’র গুরুত্ব
শুরুতেই বলেছি, ব্যবসায় স্থাপন এবং পরিচালনার পেছনে মূল উদ্দেশ্য হয়ে থাকে মুনাফা। ব্যবসায় টিকিয়ে রাখতে চাইলে মুনাফা বৃদ্ধির কোনো অল্টারনেটিভ নেই। আর আপনার মোট মুনাফা যতো বেশি হবে, নিট মুনাফার পরিমাণও ততো বৃদ্ধি পাবে। যদি মোট মুনাফার পরিমাণ এবং হার কমতে থাকে, তাহলে বুঝতে হবে ব্যবসায়টির কোনো একটি অঙ্গ ঠিকভাবে কাজ করছে না। যার ফলে ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে।
অর্থাৎ, ব্যবসায়টি ঠিকভাবে চলছে কি না, তার প্রাথমিক ধারণা মোট মুনাফা থেকেই পাওয়া যায়। কোনো সমস্যা হলে তার প্রাথমিক ইঙ্গিত’ও মোট মুনাফা’ই প্রদান করে।
পরিসংহার
মুনাফা অর্জনের জন্য ব্যবসায়ের প্রতিটি অঙ্গের ভারসাম্যপূর্ণ পরিচালনা অত্যন্ত প্রয়োজন। তবে পণ্য ক্রয়-বিক্রয়কারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে ক্রয় ও বিক্রয় কার্যক্রমের গুরুত্ব সবচেয়ে বেশি। কারণ, এই বিভাগেই নির্ধারিত হয়ে যায় যে ব্যবসায়টি আদৌ লাভ করতে পারবে কি না। সঠিকভাবে পরিচালিত হলে প্রতিষ্ঠান ভালো পরিমাণ মোট মুনাফা অর্জন করতে পারে, এতে করে নিট মুনাফার পরিমাণও বেশি হয়।
Next to read
সোশ্যাল ইম্প্যাথি ম্যাপিং (Social Empathy Mapping)


সোশ্যাল বিজনেস মডেল ক্যানভাস (Social Business Model Canvas)

বিজনেস মডেল ক্যানভাস ( Business Model Canvas)

কাস্টমার ডাটা মনেটাইজেশন মডেল (Customer Data Monetization Model)

বেইট এন্ড হুক মডেল (Bait & Hook Model)

বি-টু-বি, বি-টু-সি এবং বি-টু-জি কি? (B-to-B, B-to-C, B-to-G)

মোট মুনাফা (Gross profit) সংজ্ঞা, সূত্র এবং উদাহরণ

বিক্রয়ের ১০টি ভুল যেগুলো প্রতিটি বিক্রয়কর্মীর এড়ানো উচিৎ

‘SWOT’ Analysis
