
লোগোর উদাহরন (Example of Logos)
একটি লোগো শুধুমাত্র একটি প্রতীকই নয়। একটি লোগো একটি প্রতিষ্ঠানের প্রতিনিধিও। একটি প্রতিষ্ঠানের সমস্ত চিন্তা চেতনার প্রতিফলন ঘটে একটি লোগোতে। একটি প্রতিষ্ঠান সম্পর্কে মানুষের সাধারণ ধারণাও আসে এই লোগোর মাধ্যমেই। তাই একটু বিচার বিশ্লেষণের মাধম্যে একটি লোগো তৈরী করাই প্রতিষ্ঠানের জন্যে উত্তম সিদ্ধান্ত।