Learn Money

Agreement

wto-agreement-bangla

World Trade Organization (WTO) Agreements

World Trade Organization (WTO), ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত, একটি আন্তর্জাতিক সংস্থা যা বিশ্বের সব দেশগুলির মধ্যে বাণিজ্যের নিয়মগুলি তত্ত্বাবধান ও রক্ষনাবেক্ষণ করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলে ধ্বংসপ্রাপ্ত অর্থনীতির পুনরুদ্ধারের জন্য তৈরি ১৯৪৭ সালের শুল্ক ও বাণিজ্য সংক্রান্ত সাধারণ চুক্তি (GATT) এর উত্তরসূরি হিসেবে এই WTO চালু হয়েছে। ২০২১ সাল পর্যন্ত, WTO এর সদস্য দেশের সংখ্যা ১৬৪টি।

gatt-agreement-bangla

General Agreement on Tariffs and Trade (GATT)

বৈশ্বিক অর্থনীতি ও বাণিজ্য ইতিহাসে কখনোই একই সরলরেখায় চলতে পারেনি। সময়ের পরিক্রমায় মানবসৃষ্ট বা প্রাকৃতিক অনেক কারণ, পৃথিবীর অর্থনীতিকে ব্যাপকভাবে বাধাগ্রস্থ করে। এসব বাধা বিপত্তি ও ক্ষতির হাত থেকে বিশ্ব অর্থনীতিকে রক্ষা করার জন্য অনেক সময় নীতি নির্ধারণকেরা অনেক নীতি বা চুক্তি প্রতিষ্ঠা করেছেন। এমনই একটি চুক্তি হচ্ছে The General Agreement on Tariffs and Trade, সংক্ষেপে GATT.

bretton-woods-agreement-bangla

ব্রেটন উডস এগ্রিমেন্ট

সময় ১৯৪৪, বিশ্বজুড়ে চলছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসলীলা। ধস নেমেছে মানুষের জীবনমানে, ধসে পড়েছে বিশ্ব অর্থনীতি। নানাবিধ সমস্যায় জর্জরিত বিশ্বের অর্থনীতিকে শিথিল ও সমস্যা সমাধানের জন্য যুদ্ধের মিত্র দেশগুলো আলোচনা ও একত্র হওয়ার চেস্টা করছিল। অবধারিত এই সম্মেলনে তখন বিশ্বের ৪৪ টি দেশের প্রায় ৭৩০ জন শীর্ষস্থানীয় নেতারা ব্রেটন উডস-এ, মাউন্ট ওয়াশিংটন হোটেলে জাতিসংঘের মুদ্রা ও আর্থিক সম্মেলনে মিলিত হয়েছিল। এবং এই সম্মেলনের ফলাফলই ব্রেটন উডস চুক্তি এবং ব্রেটন উডস সিস্টেম। চুক্তিটি বেশ কয়েক বছর ধরে বৈশ্বিক অর্থনীতির সামঞ্জসতা রক্ষা করতে পারলেও, ১৯৭০-এর দশকে এসে গ্রহণযোগ্যতা হারায়। তবে বিশ্ব ব্যাংক ও আইএমএফ এর সৃষ্টি এই চুক্তি সবচেয়ে বড় সাফল্যের দিক।