
ই-কমার্স বিজনেস মডেল
ই-কমার্স ভিত্তিক ব্যবসা পরিচালনা করতে হলে প্রথমেই বিশ্লেষণ করতে হবে মার্কেট, সেই সাথে গ্রাহক কিংবা পণ্য বা সেবা এসব বিষয়ও চিহ্নিত করতে হবে। কিন্তু তারও আগে জানতে হবে ই-কমার্স সংশ্লিষ্ট বিজনেস মডেল গুলো সম্বন্ধে। আপনার ই-কমার্স ব্যবসাটি কিভাবে পরিচালনা করবেন এবং নানাবিধ কার্যক্রম কিভাবে সুশৃঙ্খল ভাবে পরিচালনা করে আয়ের পথ উম্মোচন করবেন, তাঁর পুরোটাই কিন্তু নির্ধারণ করে দিতে পারে বিজনেস মডেল। তাই আপনি যদি ই-কমার্স ব্যবসায় সাফল্য পেতে চান, তবে আপনাকে অবশ্যই সঠিক এবং উপযোগী বিজনেস মডেলটি গ্রহণ করতে হবে।