
আর্থিক বিবৃতি, ব্যালেন্স শিট এবং নগদ প্রবাহ (Income statement, Balance Sheet)
আপনি যদি বর্তমান সময়ে একটি ব্যবসা প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ করে থাকে তাহলে আপনাকে আপনার নিত্য দিনে ব্যবসার যে লাভ লোকসান তার হিসাব রাখতে হবে। তার জন্য ব্যবসা প্রতিষ্ঠানগুলো তাদের প্রতিদিনকার হিসাবের জন্য তিন ধরনের হিসাব খাতা ব্যবহার করে থাকেন। আই বিবৃতির খাতায় কোম্পানি তার প্রতিদিনকার লাভ এবং খরচ লিখে থাকে। ব্যালেন্স শীটে কোম্পানি তার সম্পদ, দায় এবং স্টকহোল্ডার ইকুইটির হিসাব রাখে।এবং নগদ প্রবাহ বিবৃতিতে কোম্পানি ব্যবসায় টাকা কোথা থেকে আসে এবং সেই টাকা কোথায় ব্যয় হয় সেটার হিসাব রাখে।