
বিলাসবহুল ব্র্যান্ডিং-এর মৌলিক বিষয়সমূহ (The Fundamentals of Luxury Branding)
প্রয়োজনের অতিরিক্ত অর্থ দিয়ে আমরা যেসব পণ্য বা সেবা ক্রয় করি, যা আমাদের জীবনধারণের জন্য অত্যাবশ্যকীয় নয়, তবে আমাদের মানসিক তৃপ্তি প্রদান করে এবং সোশ্যাল স্ট্যাটাস বজায় রাখতে সাহায্য করে তাই লাক্সারি বা বিলাসবহুল পণ্য। আর যেসকল ব্র্যান্ড এসব পণ্যের মার্কেটিং এবং বিক্রয় করে তাদেরকেই আমরা লাক্সারি ব্র্যান্ড হিসেবে জানি। লাক্সারি ব্র্যান্ডগুলো সাধারণত তাদের রোমাঞ্চকর গল্প, সেলিব্রেটি মার্কেটিং, পণ্যের লিমিটেড এমাউন্ট ইত্যাদি ফ্যাক্টরের জন্য সর্বাধিক পরিচিত।