Article

Economics

monetary-policy-bangla

Monetary policy (Definition, Types, Examples, & Facts)

মনিটারি পলিসি হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক দ্বারা তৈরি এক সেট নিয়মকানুন যার মাঝে ঐ অর্থবছরে দেশে মুদ্রার সরবরাহ, সুদের হার, ব্যাংকের রিজার্ভের হার কেমন হবে তা নির্ধারণ করা হবে। সাধারণত ৩টি টুলের মাধ্যমে যথা - ব্যাংক রেট, খোলাবাজার নীতি ও ব্যাংকের রিজার্ভের হার নিয়ন্ত্রণ করার মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক দুই ধরণের মুদ্রানীতি বাস্তবায়ন করতে পারে, যথা - সম্প্রসারণমূলক মুদ্রানীতি ও সংকোচনমূলক মুদ্রানীতি। মুদ্রানীতি মূল উদ্দেশ্যগুলো হচ্ছে মুদ্রাস্ফীতির হার নিয়ন্ত্রণে রাখা, বেকারত্বের হার কমানো ও এক্সচেঞ্জ রেটকে নিয়ন্ত্রণে রাখা।

fiscal-policy-bangla

Fiscal policy (Definition, Examples, Importance, & Facts)

কোনো অর্থবছরে সরকার কোন খাত থেকে কি পরিমাণ অর্থ কর হিসেবে সংগ্রহ করবে এবং কোন খাতে কি পরিমাণ অর্থ খরচ করবে, তার পরিকল্পনাকেই মূলত ফিসকাল পলিসি বা রাজস্বনীতি বলা হয়। ফিসকাল পলিসির উৎপত্তি হয়েছিল জন ম্যায়নার্ড কিনেসের হাত ধরে। বর্তমানে দুই ধরণের ফিসকাল পলিসি দেখতে পাওয়া যায়, যথা সম্প্রসারণমূলক ফিসকাল পলিসি এবং সংকোচনমূলক ফিসকাল পলিসি। ফিসকাল পলিসির কমপোনেন্টগুলো হচ্ছে - সরকারি খরচ, করারোপণ ও ঋণ ব্যবস্থাপনা।

social-business-model-paris-olympics-bangla

How The Social Business Model Has Impacted Paris Olympics 2024

প্যারিস অলিম্পিকস ২০২৪ - এর সাথে সামাজিক ব্যবসায় মডেল ইন্টিগ্রেট করে একটি ইতিবাচক সামাজিক, অর্থনৈতিক ও পরিবেশগত প্রভাব তৈরি করার চেষ্টা করা হয়েছে। এই উদ্দেশ্যে কার্বন নিঃসরণের মাত্রা ন্যুনতম রাখার চেষ্টা করা হয়েছে, পিছিয়ে পরা জনগোষ্ঠীর কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে ও সামাজিক ব্যবসায়ের সাথে জড়িত প্রতিষ্ঠানগুলোর সাথে পার্টনারশিপে কাজ করা হয়েছে।

social-business-model-bangla

সামাজিক ব্যবসায় মডেল (How The Social Business Model Works)

মুনাফা অর্জনের উদ্দেশ্যে নয়, বরং সমাজের কোনো সমস্যাকে সমাধান করার উদ্দেশ্যে প্রতিষ্ঠিত ব্যবসাই হচ্ছে সামাজিক ব্যবসায়। সর্বপ্রথম ড. মুহাম্মদ ইউনুস দ্বারা শুরু করা এই মডেল এখন সারাবিশ্বে ছড়িয়ে পরেছে। সামাজিক ব্যবসায় প্রতিষ্ঠানগুলো সাধারণত সাশ্রয়ী মূল্যে শিক্ষা, স্বাস্থ্যসেবা ও ঋণ রিলেটেড পণ্য বা সেবা অফার করে থাকে।

three-zero-bangla

তিন শূন্যের পৃথিবী (The Three Zero Model Explained)

থ্রি জিরো মডেলের উদ্ভাবক হচ্ছেন বাংলাদেশী নোবেল বিজয়ী অধ্যাপক ও অর্থনীতিবিদ ডক্টর মুহাম্মদ ইউনুস। তার ২০১৭ সালের বই “A World of Three Zeros” - এ তিনি প্রথম এই মডেল প্রকাশ করেন। ৩টি পিলার নিয়ে এই মডেল গঠিত, যথা - শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব ও শূন্য নেট কার্বন নিঃসরণ।

microfinance-bangla

ক্ষুদ্রঋণ (Microfinance) সংজ্ঞা, ইতিহাস, এবং এটি কিভাবে কাজ করে

ক্ষুদ্র ঋণ ব্যবস্থায় পিছিয়ে পরা জনগোষ্ঠীকে স্বল্প পরিমাণ ঋণ সুবিধা প্রদান করা হয়, যার মাধ্যমে তারা ব্যবসায় শুরু করেন, শিক্ষা ও চিকিৎসায় ব্যয় করেন এবং নিজেদের অর্থনৈতিক উন্নতি অর্জনের চেষ্টা করেন। এর মাধ্যমে দারিদ্যের হার হ্রাস ও নারীর ক্ষমতায়ন সম্ভব হলেও রয়েছে ঋণে জর্জরিত হয়ে পরার সম্ভাবনা।

recession-bangla

অর্থনৈতিক মন্দা বা Recession কী?

অর্থনৈতিক কর্মকাণ্ড উল্লেখযোগ্য হারে কমে যাওয়া এবং বেশ কয়েকমাস এই অবস্থা স্থায়ী হওয়াকেই মন্দা বা অর্থনৈতিক মন্দা বলে। অর্থনীতির ভাষায়, ধারাবাহিক ভাবে দুটি অর্থনৈতিক পিরিয়ডে বা ৬ মাস পর্যন্ত জিডিপি গ্রোথ রেট নিম্নমুখী বা নেগেটিভ থাকলে তাকে মন্দা বা রেসিশন বলে। ৬ মাস থেকে কয়েক বছর পর্যন্ত ধারাবাহিক ভাবে কোন দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডের বর্ণনাতীত ভাবে হ্রাস পাওয়াকে মন্দা বুঝায়। এই পরিস্থিতিতে একটি দেশের জিডিপি কমবে, উৎপাদন কমবে, আয় কমবে, বেকারত্বের হার বাড়বে, দ্রব্যমূল্যের দাম বাড়বে, জীবন-যাত্রার উপর খারাপ প্রভাব পরবে। এই অবস্থা যখন দীর্ঘায়িত হয় এবং চরম আকার ধারণ করে তখন তাকে মহামন্দা বলে।

inflation-bangla

মূল্যস্ফীতি বা Inflation কি কেন কীভাবে?

সাধারণ অর্থে কোন নির্দিষ্ট সময়ের ব্যবধানে কোন পণ্য বা সেবার দাম টাকার অঙ্কে বেড়ে গেলে তাকে মূল্যস্ফীতি বলে। অর্থনীতির ভাষায় মূল্যস্ফীতি বলতে বুঝায়, অর্থের চাহিদার তুলনায় যদি যোগান বেড়ে যায় বা বাণিজ্যিক ব্যাংকগুলো যদি ঋণের প্রসার ঘটায় কিংবা শ্রমিক সংঘ যদি উচ্চ মজুরি দাবি করে, এই পরিস্থিতিতে যে অবস্থার সৃষ্টি হয় তাকে মূল্যস্ফীতি বলে।

budget-baangla

বাজেটের আদ্যোপান্ত

বাজেট হলো কোন দেশের সরকার একটি নির্দিষ্ট অর্থবছরে কোন খাতে কত টাকা ব্যয় করবে এবং কোন খাত থেকে কত পরিমাণ রাজস্ব আদায় করবে বা আয় করবে সেই হিসেবকে বুঝায়। অল্প কথায়, বাজেট হচ্ছে একটি দেশের সম্ভাব্য সব আয়-ব্যয়ের বিস্তারিত হিসাব-নিকাশের বিবরণী। যা একটি নির্দিষ্ট সময়কালের জন্য সরকারের ব্যয় ও রাজস্বসমূহের একটি পূর্বাভাষ।

opportunity-cost-bangla

বিকল্প ব্যয় বা সুযোগ ব্যয় (Opportunity Cost)

আমরা যখন কোন বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করি, তখন অনেকগুলো ভালো অপশন থেকে সর্বোত্তম টা গ্রহণ করি, যার ফলে দ্বিতীয় সর্বোত্তম অপশনটি আমরা ছেড়ে দেই, যাকে সুযোগ ব্যয় বা Opportunity Cost বলে। একটি জিনিস পাওয়ার জন্য যে সর্বোত্তম বিকল্পটি হারাতে হয়, তাকেই সুযোগ ব্যয় বলে।

taxation-bangla

ট্যাক্সেশন সংজ্ঞা, উদ্দেশ্য, গুরুত্ব এবং প্রকারভেদ

ট্যাক্সেশন শব্দের বাংলা অর্থ হচ্ছে করারোপণ বা করারোপ। এককথায় করবিধি হচ্ছে ট্যাক্সেশন। ট্যাক্সেশন শব্দটি ট্যাক্স শব্দের বিশেষ্য বা ক্রিয়া রূপ। ট্যাক্স শব্দটি এসেছে ল্যাটিন শব্দ 'ট্যাক্সো' থেকে যার অর্থ হল একটি আজ্ঞাধীন আর্থিক মূল্য যা করদাতা একক কিংবা অন্যান্য আইনগত সত্তা'র উপর সরকার বা সরকারি প্রতিষ্ঠান কর্তৃক আরোপিত হয়েছে সর্বসাধারণের বিভিন্ন ব্যয়ের তহবিল গঠনের জন্য।সহজ কথায় ট্যাক্সেশন হলো ট্যাক্স ধার্য করা।রাষ্ট্রের ব্যয় নির্বাহের জন্য সরকার জনসাধারণের নিকট হতে বাধ্যতামূলকভাবে যে অর্থ আদায় করে তাকে ট্যাক্স বা কর বলে।আর এই ট্যাক্স ধার্য করা,আদায় করা সম্পূর্ণ কাজটাই হচ্ছে ট্যাক্সেশন।

gross-domestic-product-gdp-bangla

মোট দেশজ উৎপাদন Gross Domestic Product (GDP)

GDP এর পূর্ণরুপ হল "Gross Domestic Product'', অর্থাৎ মোট দেশজ উৎপাদন। একটি নির্দিষ্ট সময়ের মধ্যে (সাধারণত ১ বছর) একটি দেশের মধ্যে উৎপাদিত (এবং বাজারে বিক্রি হওয়া) সমস্ত পণ্য ও পরিষেবার মোট আর্থিক মূল্যকে জিডিপি বা মোট দেশজ উৎপাদন বলা হয়ে থাকে। সাধারণত কোনো একটি দেশে কোনো নির্দিষ্ট সময়ের মধ্যে উৎপাদিত অথবা তৈরীকৃত মোট পণ্য এবং সেবার সমষ্টিকেই জিডিপি বলে।

consumer-price-index-bangla

ভোক্তা মূল্য সূচক Consumer Price Index (CPI)

ভোক্তা মূল্য সূচক (CPI) হল একটি অর্থনৈতিক সূচক যা সময়ের সাথে সাথে সাধারণ ভোক্তাদের দ্বারা ক্রয়কৃত পণ্য ও সেবার গড় মূল্য পরিবর্তনকে পরিমাপ করে। এটি মূলত মুদ্রাস্ফীতি পরিমাপ করার একটি গুরুত্বপূর্ণ উপাদান।

blue-economy-bangla

সুনীল অর্থনীতি বা Blue Economy কী ?

সুনীল অর্থনীতি বা Blue Economy অর্থনীতির এমন একটি বিষয় যেখানে একটি দেশের সামুদ্রিক পরিবেশ কিংবা সামুদ্রিক সম্পদের সুষ্ঠ ব্যবহার ও রক্ষণাবেক্ষন নিয়ে আলোচনা করা হয়। সুনীল অর্থনীতি বা ব্লু-ইকোনমি হচ্ছে সমুদ্রের সম্পদনির্ভর অর্থনীতি। সমুদ্রের বিশাল জলরাশি ও এর তলদেশের বিভিন্ন প্রকার সম্পদকে কাজে লাগানোর অর্থনীতিকেই সুনীল অর্থনীতি বা Blue Economy বলা হয়। অর্থাৎ ব্লু-ইকোনমি বা সুনীল অর্থনীতি হচ্ছে সমুদ্রের সম্পদনির্ভর অর্থনীতি। অর্থাৎ সমুদ্র থেকে আহরণকৃত যেকোনো সম্পদ যা দেশের অর্থনীতিতে অবদান রাখে বা যুক্ত হয়, তাই ব্লু-ইকোনমির পর্যায়ে পড়বে।

macro-economics-vs-micro-economics-bangla

সামষ্টিক অর্থনীতি ও ব্যষ্টিক অর্থনীতির মধ্যে পার্থক্য

অর্থনীতি হলো মানুষের অসীম অভাব এবং বিকল্প ব্যবহারযোগ্য সীমিত সম্পদের মধ্যে সমন্বয় সাধনকারী কলাকৌশল সংক্রান্ত একটি শাস্ত্র, যা কীভাবে স্বল্প সম্পদ ব্যবহার করে মানুষের সর্বাধিক কল্যাণ নিশ্চিত করা যায় সে বিষয়ে নির্দেশনা প্রদান করে থাকে। অর্থনীতির আওতা এবং এর পরিধি বিস্তৃত। এই বিস্তৃত আওতাকে আলোচনার সুবিধার্থে ওসলো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং অর্থনীতিতে প্রথম নোবেল পুরস্কারপ্রাপ্ত ‘র‌্যাগনার ফ্রিশ’ ১৯৩৩ সালে অর্থনীতিকে দুটি ভাগে বিভক্ত করেন। অর্থনীতির এ দুটি ভাগ হচ্ছে যথা: সামষ্টিক অর্থনীতি এবং ব্যষ্টিক অর্থনীতি। সামষ্টিক অর্থনীতি, অর্থনীতির সামগ্রিক আচরণ নিয়ে কাজ করে এবং ব্যষ্টিক অর্থনীতি ভোক্তা এবং ব্যবসার উপর ফোকাস করে।

law-of-supply-bangla

যোগান বিধি বা (Law Of Supply) কী?

সাধারণত একটি নির্দিষ্ট সময়ে অন্যান্য অবস্থা অপরিবর্তিত অবস্থায় থাকলে দ্রব্যের দাম কমলে যোগান কমে এবং দাম বাড়লে যোগান বাড়ে। দাম এবং যোগানের এই সম্পর্ককেই যোগান বিধি বা Law of Supply বলে। দামের সঙ্গে যোগানের যে আপেক্ষিক বা ক্রিয়াগত সম্পর্ক বিদ্যমান তাকেই যোগান বিধি বলে।

law-of-demand-bangla

চাহিদাবিধি (Law of Demand) কী?

দাম ও চাহিদার মধ্যে যে আপেক্ষিক বা ক্রিয়াগত সম্পর্ক বিদ্যমান তাকে চাহিদা বিধি বা Law of Demand বলে। সাধারণত কোনো দ্রব্যের দাম বাড়লে চাহিদা হ্রাস পায় এবং দাম কমলে চাহিদা বৃদ্ধি পায়। দাম এবং চাহিদার মধ্যকার এই ক্রিয়াগত সম্পর্ক যে বিধির মাধ্যমে প্রকাশ করা হয়, তাকেই চাহিদা বিধি বলে।

macro-economics-bangla

সামষ্টিক অর্থনীতি বা ম্যাক্রো ইকোমিক্স ( Macro Economics ) কী?

অর্থশাস্ত্রের যে অংশে সামগ্রিক বা জাতীয় পর্যায়ের অর্থনৈতিক আচরণ নিয়ে বিচার-বিশ্লেষণ করা হয় তাকে সামষ্টিক অর্থনীতি বা Macro Economics বলে। অর্থাৎ সামষ্টিক অর্থনীতিতে পৃথক পরিমাণের পরিবর্তে সমষ্টিগত পরিমাণ, ব্যক্তিগত আয়ের পরিবর্তে জাতীয় আয়, নির্দিষ্ট দ্রব্যের দামের পরিবর্তে সাধারণ দামস্তর এবং ব্যক্তিগত উৎপাদনের পরিবর্তে জাতীয় উৎপাদন নিয়ে আলোচনা করা হয়ে থাকে।

micro-economics-bangla

ব্যষ্টিক অর্থনীতি বা Micro Economics কী?

অর্থনীতির যে শাখায় ভোক্তা, উৎপাদক ও শিল্পের একক আচরণ যেমন- ব্যক্তিগত মজুরি, ব্যক্তিগত আয় ইত্যাদি আলোচনা করা হয় তাকে ব্যষ্টিক অর্থনীতি বলে। অর্থাৎ অর্থশাস্ত্রের যে অংশে ক্ষুদ্র গোষ্ঠী, ফার্ম বা কোনো এককের, যেমন- কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের আচরণ ও কর্মপদ্ধতি পৃথক পৃথক ভাবে আলোচনা করা হয় তাকে ব্যষ্টিক অর্থনীতি বলে থাকে।

what-is-economics-bangla

অর্থনীতি কী?

অর্থনীতি হলো সীমাবদ্ধ সম্পদের এবং আয় ও নিয়োগ নির্ধারণকারী বিষয়সমূহের প্রশাসনিক পর্যালোচনা। অর্থনীতি বা Economics শব্দটি গ্রিক শব্দ Oikonomia শব্দ থেকে এসেছে। বিভিন্ন অর্থনীতিবিদগন অর্থনীতির বিভিন্ন সংজ্ঞা দিয়েছেন। যেমন:- "অ্যাডাম স্মিথের মতে, অর্থনীতি হচ্ছে সম্পদের বিজ্ঞান অর্থাৎ অর্থনীতি সম্পদ সংগ্রহ এবং বন্টন সংক্রান্ত বিষয়সমূহ বিশ্লেষণ করে।" "অধ্যাপক মার্শালের মতে, অর্থনীতি মানবজীবনের সাধারণ কার্যাবলি নিয়ে পর্যালোচনা করে, এটি বিশ্লেষণ করে ব্যক্তি ও সমাজের কার্যাবলির সেই অংশ, যা কল্যাণের বস্তুগত প্রয়োজনের সাথে ঘনিষ্ঠভাবে জড়িত বিষয়ের ব্যবহার ও অর্জন প্রক্রিয়া।"